১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা পালানোর সময় মালামালসহ আটক

১৭টি বিয়ের মাধ্যমে আলোচনায় আসা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী এবার পালানোর সময় ধরা পড়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসীর অভিযোগ, তিনি সরকারি বাসভবন থেকে সরকারি মালামালও সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। পরে পুলিশ বন কর্মকর্তাকে হেফাজতে নেয় এবং ট্রাকভর্তি মালামাল থানায় জব্দ করে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব অভিযোগ করেন, দায়িত্বে থাকা অবস্থায় কবির হোসেন তার কাছ থেকে প্রায় সাত লাখ টাকা ধার নেন, যা এখনও পরিশোধ করেননি। এছাড়া অনেক স্থানীয়কেও টাকা দিয়ে প্রতারণা করেছেন। তার দাবি, ট্রাকে নেওয়া মালামালের মধ্যে সরকারি আসবাবপত্রও ছিল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মো. রিয়াজ জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে কবির হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরকারি মালামাল আত্মসাত ও অর্থনৈতিক প্রতারণার অভিযোগ তদন্ত করা হবে।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
তবে আটক হওয়া বন কর্মকর্তা পালানোর অভিযোগ অস্বীকার করে সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কোনো মন্তব্য দিতে অস্বীকৃতি জানান।
এর আগে নানা অভিযোগে দেশজুড়ে আলোচনায় আসা এই বন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। তদন্তে প্রমাণিত হয়, তিনি প্রতারণার মাধ্যমে একে একে ১৭টি বিয়ে করেছেন। তার বিরুদ্ধে যৌতুক দাবি, নির্যাতন ও প্রতারণার একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, প্রভাবশালী রাজনৈতিক মহলের সহায়তায় তিনি পূর্বেও দু’বার বরখাস্ত হওয়া সত্ত্বেও চাকরিতে পুনর্বহাল হয়েছিলেন।