নির্বাচনের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পরামর্শ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৩ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদের সংবিধানসংক্রান্ত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের (সিও) মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ বিষয়ে জনগণের অনুমোদন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের তৃতীয় দিনে এ প্রস্তাব উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধানসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ করা হয়।

সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এর মূল সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একইসঙ্গে সাংবিধানিক আদেশকে গণভোটে উপস্থাপন করে সংসদ নির্বাচনের দিনই ভোট গ্রহণ করা যেতে পারে।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

যদি গণভোটে জনগণ সাংবিধানিক আদেশ অনুমোদন করে, তবে তা প্রণয়নের তারিখ থেকে বৈধ বলে গণ্য হবে।