দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫২ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, যে অঞ্চলগুলোতে ভারী বর্ষণের আভাস

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সকাল থেকে মুষলধারে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তি অফিসগামীরা

আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রোববার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রোববার সামান্য কমতে পারে।