বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক বিঘ্নের আশঙ্কা

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে।
আরও পড়ুন: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে সিলিকন ভ্যালি
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
আরও পড়ুন: অনলাইন জুয়া নিয়ে কঠোর বিধান: ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা অর্থদণ্ড
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে। এ সময় সূর্য, স্যাটেলাইট ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে, ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটে।
বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সম্ভাব্য বিঘ্নের সময়সূচি নিম্নরূপ: ২৯ সেপ্টেম্বর: সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (৩ মিনিট), ৩০ সেপ্টেম্বর: সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (৯ মিনিট), ১ অক্টোবর: সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (১২ মিনিট), ২ ও ৩ অক্টোবর: সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (১৩ মিনিট), ৪ অক্টোবর: সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (১২ মিনিট), ৫ অক্টোবর: সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট (১১ মিনিট), ৬ অক্টোবর: সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (৮ মিনিট)
বিএসসিএল জানিয়েছে, এই ব্যতিচার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।