সাভারের আশুলিয়ায় মদসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু , সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়া থেকে ১০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত দশটার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার জামগড়া শিমুলতলা এলাকা থেকে

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

মো. লিটন (৪২) ও মোঃ এনামুল হক (৩৫) নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দশ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত লিটনের বাড়ি মানিকগঞ্জ সদর থানার গড়পাড়া এলাকায় ও এনামুল হক দিনাজপুরের ফুলবাড়ি থানার রসুলপুর চোমক এলাকার মজির উদ্দিনের ছেলে।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান,উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।