যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ নিহত, আহত ২

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও।
বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ইয়র্ক কাউন্টির স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলেই তিনজন পুলিশ মারা যান। আহতদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে
পুলিশ জানিয়েছে, ঘটনাটিতে একজন হামলাকারী জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
ফিলাডেলফিয়ার গভর্নর জানিয়েছেন, আড়াই হাজার বাসিন্দার ছোট্ট শহর স্প্রিং গ্রোভে এখন আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি