ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষ দিন দিন ফসলি জমি ভরাট করে বাড়িঘর নির্মাণ করছেন। তাতে ফসলি জমি কমে যাচ্ছে। ফসলি জমি ঠিক রেখে পিলার দিয়ে উপরে অবকাঠামো তৈরি করা যেতে পারে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সুদূরপ্রসারী পরিকল্পনা থাকতে হবে। তিনি ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের নওগাঁও এলাকার 'কাথুরিয়া বিল' পরিদর্শন কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ এলাকার বেলাই বিলের জরিপ কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে। পরবর্তীতে পরিবেশ বান্ধব প্রকল্প দিয়ে তা বাস্তবায়ন করা হবে। এরজন্য এলাকার সবাইকে সহযোগিতা করতে হবে। নিজের পরিবেশ নিজেই রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সবাইকে সচেষ্ট হতে হবে। সরকার মানুষের কল্যাণে ও পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনসেবার জন্য সৃজনশীলভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 'কাথুরিয়া বিল' পরিদর্শনে এলো কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল মাহমুদ খান, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলায়মান মোড়ল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকাবাসীর পক্ষে উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে এলাকাবাসী কাথুরিয়া বিলে পর্যটকদের সুবিধার্থে উপদেষ্টার নিকট একটি পাকা ঘাটলা, শৌচাগার এবং স্থানীয় সড়কটি প্রসস্থ করার দাবি জানান। পরে তিনি এসব দাবি বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনকে উদ্যোগ নেয়ার জন্য বলেন। এর আগে তিনি এলাকার পরিবেশবাদী রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেনের আমন্ত্রণে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার আজমতপুরে একটি রেস্টুরেন্টে আপ্যায়ন গ্রহণ করেন।