সালিশ-দাঙ্গা-ফ্যাসাদ থেকে বিরত থাকতে পটুয়াখালী জেলা বিএনপি নেতাদের নির্দেশ

Sanchoy Biswas
মো. জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী)
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। নির্দেশনায় স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতমূলক মধ্যস্থতাকারী কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত না থাকার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতমূলক মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক ও আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই সকলকে কেবল রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিএনপি কর্মীদের সর্বদা জনগণের সাথে ভদ্র, অমায়িক ও মানবিক আচরণ করতে হবে। জনগণই আন্দোলনের মূলভিত্তি—তাই তাদের পাশে থেকে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের মাধ্যমেই দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এমন নির্দেশনাকে অধিকাংশ বিএনপি দলীয় নেতা-কর্মীরা সমর্থন জানিয়েছে।