সিংড়ায় নির্যাতনের শিকার গৃহবধূ, যৌতুকলোভী স্বামী আটক

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০৩ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কাশিম উদ্দিনকে (৩২) আটক করেছে র‌্যাব-৫।

আটককৃত কাশিম উদ্দিন সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বুধবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে কাশিমকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৪ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কাশিম উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন কাশিম। গত ১০ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারধর করেন তিনি। এ সময় রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত একটি স্টিলের ধারালো পাট্টা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: শার্শায় সালিশি বৈঠকে হামলা, জামায়াত নেতাসহ আহত ১০

পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত কাশিমকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।