সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে নির্বাচনে অংশ নিতে পারবেন না

এর আগে গত ২৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আদালত লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের প্ররোচিত করেন।

আরও পড়ুন: লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরু

ওই বৈঠক শেষে পুলিশ উপস্থিত ৭০-৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে আজ হাইকোর্ট লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন—ঢাবি অধ্যাপক কার্জনসহ আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।

পুলিশের অভিযোগ, ‘মঞ্চ ৭১’ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে আত্মপ্রকাশের ঘোষণা দিলেও বাস্তবে সংগঠনটি সরকার উৎখাতের পরিকল্পনা করছিল।