৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ
দেশের ক্রীড়াঙ্গনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরেকটি গৌরবোজ্জ্বল অর্জন-৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।
গত ৭-৮ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারে পরিবারের সংবাদ সম্মেলন
অদ্য ০৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্তপর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ০৮টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে ০৪টি স্বর্ণপদক, ০৩টি রৌপ্যপদক ও ০৪টি তাম্রপদক অর্জন করে। বিজিবি জুডো দলের খেলোয়াড়দের এই অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ০২টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০৪টি তাম্রপদক অর্জন করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডোদলের দলের কোচ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পাবনার দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের দায়িত্ব নিলেন তারেক রহমান





