জিমেইল হ্যাক করে ব্যাংক একাউন্ট থেকে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

Sadek Ali
আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৩ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক একাউন্ট থেকে টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রামগতিতে গনিত অলম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিগঞ্জ উপজেলার চামটা হাটে “সততা ট্রেডার্স” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মো. জাবেদ আলী। গত ৭ সেপ্টেম্বর দুপুরে তিনি পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্ট থেকে নিজের একাউন্টে ৩০ লাখ টাকা ট্রান্সফার করেন। কিন্তু কিছুক্ষণ পরই তার অনুমতি ছাড়াই পরপর পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা সিটি ব্যাংকের একটি একাউন্টের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নেয়।

এ ঘটনায় ১২ সেপ্টেম্বর হাতীবান্ধা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা (নম্বর-১৯) দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার নেয় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুন: মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ চেয়ে ভাইরাল বিএনপি নেতা আলাল

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ডিবি পুলিশ। পরে বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা এলাকার শাহ মাতব্বরের ছেলে দুখাই মাতব্বর এবং একই এলাকার হাচেন ফরাজের ছেলে জোনায়েদ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি আঞ্চলিক প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করে জিমেইল আইডি হ্যাক, ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার লাভ ও আর্থিক প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও তথ্য উদ্ঘাটনের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।