গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় বিএফইউজের ৩৯ দফা দাবি
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। এর মধ্যে রয়েছে—‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সপ্তাহে দুইদিন ছুটি নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল।
শনিবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী এই ৩৯ দফা দাবি উপস্থাপন করেন।
আরও পড়ুন: সালমান শাহ ভক্তদের বিক্ষোভ, স্লোগানে মুখর প্রেসক্লাব চত্বর
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, একেএম মহসিন, খুরশীদ আলমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বিএফইউজের প্রধান দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
আরও পড়ুন: দেশে ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়েছে
১. নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর ও স্বাধীন তথ্য কমিশন গঠন।
২. সকল গণমাধ্যমে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন।
৩. সাংবাদিকদের জন্য সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও দুই দিনের সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা।
৪. সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচার এবং সংবাদমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল।
৫. সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ে পৃথক শ্রম আদালত স্থাপন।
৬. প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও রেডিওসহ সব প্ল্যাটফর্মে অভিন্ন ওয়েজ বোর্ড চালু।
৭. সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া অনলাইনভিত্তিক ও হয়রানিমুক্ত করা।
৮. সংবাদপত্র ও টিভি বিজ্ঞাপনের রেট বৃদ্ধি ও সরকারি বিজ্ঞাপন বিল দ্রুত পরিশোধ।
৯. রাষ্ট্রীয় গণমাধ্যমকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত রাখা এবং বেসরকারি মিডিয়াকে কর্পোরেট প্রভাবমুক্ত রাখা।
১০. নিউজপ্রিন্টে শুল্ক-কর হ্রাস ও মিডিয়াকে সেবামূলক শিল্প হিসেবে ঘোষণা।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, আমরা এমন একটি পরিবর্তিত সংবাদমাধ্যম চাই, যেখানে সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই সত্য তুলে ধরতে পারবেন। অনুসন্ধান হবে সত্যের প্রতীক, আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূলশক্তি।
একই দাবিতে গতকাল শুক্রবার সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশও করেছেন বলে জানিয়েছেন তিনি।





