টঙ্গীতে তুলার গুদামে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি বড় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় গুদামটিতে আগুন লাগে। দ্রুত আগুন আশপাশের আরও সাতটি গুদামে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: খেয়াঘাট নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ফের টেঁটাযুদ্ধ, যাত্রী পারাপারের দুর্ভোগ

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, স্থানীয়রা প্রথমে ৯৯৯ এ ফোন করলে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় আশপাশের সাতটি গুদাম সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন: দাম না বাড়ায় আলু নিয়ে বিপাকে কৃষক

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পানি সংকট ছিল, তবে আমাদের ইউনিটগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।