দলীয় স্বার্থ নয়, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৭ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণের ভোটে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে অনুষ্ঠিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন–২০২৫’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট।

আরও পড়ুন: তফসিল ৩০ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে: সালাহউদ্দিন

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়।

তিনি আরও বলেন, বিএনপি কখনও সরকারের ওপর চাপ প্রয়োগ করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেনি। বরং ভিন্নমতের জায়গায় আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। এটিই আমাদের ডিসেন্ট ওয়ে।

আরও পড়ুন: হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দেশের ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী এখনো সক্রিয়। তবে, সেসব শক্তিকে প্রতিহত করতে বিএনপি মাঠে থাকবে এবং জনগণের সঙ্গে থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে।