খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তার আসনে কোনো প্রার্থী দেবে না বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত গণঅধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন: দলীয় স্বার্থ নয়, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: তারেক রহমান

নুরুল হক নুর বলেন, জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের আমিরসহ যেসব জাতীয় নেতৃবৃন্দ গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলো যেন এসব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় প্রার্থী না দেয়—এমন উদাহরণ সৃষ্টি করা উচিত।

তিনি বলেন, “চব্বিশের অভ্যুত্থানের আগে বিএনপি, জামায়াত বা গণঅধিকার পরিষদ কেউ সভা-সমাবেশ করতে পারেনি। এখন রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কর্মসূচি পালন করছে, কেউ বাধা দিচ্ছে না। জুলাই সনদ গণভোটে প্রতিষ্ঠিত হবে। গঠন হবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ—যেখানে উচ্চকক্ষে ১০০ ও নিম্নকক্ষে ৫০টি সংরক্ষিত নারী আসনসহ মোট ৩৫০ সদস্য থাকবেন।”

আরও পড়ুন: জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান হেফাজত আমিরের

নুর আরও বলেন, “সরকার কৃষকের উৎপাদন মৌসুমে এলসি ওপেন করে, ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। কৃষি প্রধান দেশ হয়েও পেঁয়াজ ও কাঁচা মরিচের জন্য আমাদের ভারতে নির্ভর করতে হয়। ভারতের কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি, ফলে উত্তরাঞ্চলের মানুষ প্রতিবছর বন্যা ও খরায় ভোগান্তিতে পড়ে।

তিনি জোর দিয়ে বলেন, “৫০ বছরের পুরোনো দুর্নীতিগ্রস্ত রাজনীতির অবসান ঘটাতে তরুণদেরই ভূমিকা রাখতে হবে। পরিবর্তন আনতে তরুণদের ভোট দিতে হবে। এবারের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও চিনিকলসহ বন্ধ হয়ে যাওয়া সব রাষ্ট্রীয় কলকারখানা পুনরায় চালু করার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব এবং নির্বাহী সদস্য মো. কামাল প্রমুখ।

এর আগে, একই ধরনের ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ৪ নভেম্বর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।

প্রসঙ্গত, বিএনপি গত ৩ নভেম্বর (সোমবার) ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া।