বিএনপির প্রার্থী ঘোষণা: সাতক্ষীরা-৪ আসনে ড. এম মনিরুজ্জামান

Sanchoy Biswas
শ্যামনগর উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৯ পূর্বাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবাদ সম্মেলন করে সাতক্ষীরার চারটি আসনসহ সারাদেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা, রাজনীতির মাঠে বাড়ছে জনপ্রিয়তা

উক্ত সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান'র নাম ঘোষণা করা হয়েছে।

ড. মনিরুজ্জামানকে প্রার্থী ঘোষণা করার পরপরই সাতক্ষীরা-৪ আসনের বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি আসনের বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে আনন্দ মিছিল করেছে বিএনপি দলীয় কর্মী ও সমর্থকরা।

আরও পড়ুন: সিলেটের কোম্পানীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

মনোনয়ন প্রাপ্তির পর ড. মনিরুজ্জামান মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেন, “আমাকে সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী ঘোষণা করায় দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে সাতক্ষীরা-৪ আসনের সকল পর্যায়ের দলীয় নেতা, কর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করছি।”