জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান হেফাজত আমিরের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৯ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াত বাদ দিয়ে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, আমরা মদিনার ইসলাম মানি, তারা মানে মওদুদীর ইসলাম। তাই জামায়াতের সঙ্গে আমাদের কোনো মিল নেই।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: দলীয় স্বার্থ নয়, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: তারেক রহমান

বাবুনগরী বলেন, অনেকবার ঐক্যের আহ্বান জানিয়েছি। কিন্তু আজও ইসলামী ঐক্যের বাস্তব পরিবেশ তৈরি হয়নি। ইসলাম ও মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যেন কেউ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, দেশে একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের ওপরও আঘাত আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি আমাদের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত।

আরও পড়ুন: খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর

জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে হেফাজত আমির বলেন, মওদুদী সাহাবিদের বিতর্কিত করার চেষ্টা করেছেন। তাঁর চিন্তাধারা ইসলামের ঘরে ফেতনা সৃষ্টি করেছে, যা কাদিয়ানিদের বিভ্রান্তির চেয়েও ভয়ংকর।

সম্মেলনের সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। এতে পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন।