ভারত সফরের ইঙ্গিত, মোদিকে ‘মহান ব্যক্তি’ বললেন ট্রাম্প

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে ‘মহান ব্যক্তি’ ও ‘বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আগামী বছর তিনি ভারত সফর করতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্পের এই সফরের সম্ভাবনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার আলোচনা দারুণ হয়েছে। তিনি রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা নিয়মিত কথা বলি। মোদি চান আমি ভারতে যাই— আমরা সেটি ঠিক করব এবং আমি যাবো।”

ট্রাম্প আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি।”

আরও পড়ুন: দেশে ফিরলেন তারেক রহমান, কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা— এমন প্রশ্নে ট্রাম্প জবাব দেন, “হ্যাঁ, এটা হতে পারে।”

উল্লেখ্য, শুল্কারোপ নীতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমস জানায়, কোয়াড সম্মেলনে ভারত সফর বাতিল করেছেন ট্রাম্প। তবে এবার তিনি নিজেই নতুন করে সফরের ইঙ্গিত দিয়েছেন।

বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্প ও মোদির সাম্প্রতিক ঘনিষ্ঠ যোগাযোগ দুই দেশের সম্পর্কের জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।