পুলিশে পদোন্নতি পেলেন ২৭৩ জন সাব-ইন্সপেক্টর
বাংলাদেশ পুলিশের ২৭৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
পদোন্নতি সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদোন্নতি প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির যেসব প্রভাবশালী নেতা মনোনয়ন পাননি
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা ভবিষ্যতে আরও দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে পুলিশ সেবায় নিয়োজিত থাকবেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক রহমান





