রাজধানীতে ডিএমপির বড় মহড়া, অংশ নিল সাত হাজার পুলিশ সদস্য

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৯ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর নিরাপত্তা জোরদার করতে একযোগে ১৪২টি স্থানে বড় মহড়া পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলে এই মহড়া, যেখানে প্রায় সাত হাজার পুলিশ সদস্য অংশ নেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া (কুইক রেসপন্স) সক্ষমতা যাচাইয়ের জন্য এ মহড়া করা হয়েছে।

আরও পড়ুন: জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায় আওয়ামী লীগ

তিনি আরও বলেন, ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সাত হাজার সদস্য এই মহড়ায় অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল বিস্ফোরণ ও ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই মহড়া পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএমপির আটটি বিভাগের মধ্যে রমনায় ৩৪টি, মতিঝিলে ১৭টি, তেজগাঁওয়ে ১৬টি, ওয়ারিতে ১৬টি, লালবাগে ১৫টি, মিরপুরে ১৪টি, গুলশানে ১৪টি এবং উত্তরায় ১৬টি স্পটে মহড়া অনুষ্ঠিত হয়।

ডিএমপির এক উপকমিশনার বলেন, এই মহড়া মূলত পুলিশের ফোর্সের প্রস্তুতি প্রদর্শনের অংশ। এটি অপরাধ দমন ও অরাজকতা প্রতিরোধে পুলিশের সক্ষমতা তুলে ধরে।