চট্টগ্রামে গুলিকাণ্ড
লক্ষ্য ছিলেন সরওয়ার বাবলা, এরশাদ উল্লাহ নন: সিএমপি কমিশনার
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর নয়, বরং নিহত সরওয়ার বাবলাই ছিল মূল টার্গেট। তিনি দাবি করেন, সরওয়ারের শরীরে যে গুলিবিদ্ধ হয় তা ছিল ‘স্ট্রেট বুলেট’ এবং ঘটনাস্থল সরওয়ারের নিজ এলাকার ভেতরেই ছিল, যেখানে তার প্রতিপক্ষের সক্রিয়তা রয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেখানটায় হামলা হয়েছে সেটি সরওয়ার বাবলার নিয়ন্ত্রণাধীন এলাকা। যারা হামলা করেছে তারা বাবলার বিরোধী। এরশাদ উল্লাহকে টার্গেট করা হয়নি। নির্বাচন সামনে রেখে এমন ঘটনা একেবারেই অপ্রত্যাশিত—এটা শুরুতেই একটি অঘটন।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বিকেলে চট্টগ্রাম–৮ আসনে গণসংযোগের সময় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ, সরওয়ার বাবলা ও আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরওয়ার বাবলার মৃত্যু হয়।
সিএমপি কমিশনার আরও বলেন,এরশাদ উল্লাহ কোথায় প্রচারণায় যাবেন তা পুলিশকে জানানো হয়নি। যারা এই হামলা চালিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তবে এখনই বলা ঠিক হবে না যে, এটি নির্বাচন প্রক্রিয়া নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। আমার ধারণা, এই ঘটনা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না।
আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ





