রামগতিতে আবারও অগ্নিকাণ্ড: পুড়ল ১৫ দোকান, ক্ষতি প্রায় কোটি টাকার

Sanchoy Biswas
হাবিবুর রহমান, কমলনগর-রামগতি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ে আবারও ১৫টি দোকান ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী মো. রাসেলের লেপ-তোশকের দোকানে লাগে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুটি টিম স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাজারের প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এর আগে গত অক্টোবর মাসে এক সপ্তাহের ব্যবধানে উপজেলার আরও ৩টি বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ব্যবসায়ীদের।

এর মধ্যে—২৫ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জমিদারহাট বাজারের ১৩টি দোকানে আগুন লেগে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়। ১৯ অক্টোবর রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট নামক বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ২১ অক্টোবর মঙ্গলবার আলেকজান্ডার বাজারের মোহাম্মদীয়া সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: নেত্রকোনায় আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকান বন্ধ করে রাত দশটার দিকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাজারে আগুন লেগেছে বলে খবর পান তারা। ছুটে এসে দেখেন দোকানগুলো পুড়ে গেছে। সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।

রামগতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মজুমদার বলেন, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেপ-তোশকের দোকানে লাগে। এতে মুহূর্তের মধ্যে আগুনের গতি বেড়ে গিয়ে আশপাশের দোকানে ছড়িয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।