জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায় আওয়ামী লীগ
আওয়ামী লীগ জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায়— এমন অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন তিনি।
আরও পড়ুন: শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর জন্য অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিনরাত কাজ করছে। দেশজুড়ে এখন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। আমরা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যোগ করেন তিনি।
আরও পড়ুন: খুলে দেওয়া হলো টিটিপাড়া আন্ডারপাস
শফিকুল আলম বলেন, মানুষ সুশাসন চায়, তবে এটি একদিনে প্রতিষ্ঠা সম্ভব নয়। নেপালের মতো দেশেও সংস্কার কার্যক্রমে নয় বছর লেগেছে। আমাদেরও নির্বাচনের পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে করা এক প্রশ্নে প্রেস সচিব বলেন, অনেকে বলেন জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্বই সেখানে রয়েছে।
প্রযুক্তি ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যেই শ্রমবাজারে বড় প্রভাব ফেলেছে। কর্মসংস্থান সৃষ্টি করা পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
রেল খাতে বিনিয়োগ প্রসঙ্গে শফিকুল আলম জানান, রেল প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। দেশের যোগাযোগ অবকাঠামো আরও আধুনিক করতে এসব প্রকল্প নেওয়া হয়েছে।





