দেশজুড়ে বাড়ছে শীতের প্রভাব, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্তিকের শেষ প্রহরে এসে সারাদেশেই ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে রাত ও ভোরে ঠান্ডা আরও জোরালো হচ্ছে, পাশাপাশি সকাল বেলায় কুয়াশাও দেখা দিচ্ছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টার তথ্য অনুযায়ী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এখানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভবনা রয়েছে, আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দিন ছোট হওয়ার কারণে রাতের ঠান্ডা ঠান্ডাভাব বেশি টের পাওয়া যাচ্ছে। তিনি বলেন, উত্তরাঞ্চলে এখন শীত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে, অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলে তুলনামূলক উষ্ণতা রয়েছে।

আরও পড়ুন: শার্শায় সালিশি বৈঠকে হামলা, জামায়াত নেতাসহ আহত ১০

এদিকে রাজধানী ঢাকায় সকালে তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আর উত্তর–উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হবে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। আজ সূর্যাস্ত বিকেল ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।