বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পুরনো সাক্ষাৎকারে যা বললেন ঐশ্বরিয়া

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে প্রায়ই শোনা যায় বিচ্ছেদের গুঞ্জন। যদিও এ বিষয়ে কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সম্প্রতি পুরনো এক সাক্ষাৎকার আবারও নতুন করে আলোচনায় এসেছে, যেখানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে নিজের স্পষ্ট মতামত জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

২০০৯ সালে মার্কিন টেলিভিশন তারকা অপরা উইনফ্রের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তাদের বিয়ের দুই বছর পর। সেখানে তাদের বিয়ের কিছু ঝলক দেখানোর পর অপরা মজার ছলেই প্রশ্ন করেন, এত আড়ম্বরপূর্ণ বিয়ের পর যদি কখনও বিচ্ছেদ হয়, সেটা মানতে নিশ্চয়ই কষ্টকর হবে— তাই না?

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন

এই প্রশ্নের জবাবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান ঐশ্বরিয়া রাই বচ্চন। হাসিমুখে তিনি বলেন, আমরা এমন চিন্তা মাথাতেই আসতে দিই না। বিয়ে আমাদের কাছে আজীবনের প্রতিশ্রুতি। পরিবারের সঙ্গে থাকার আনন্দই আসল। ঐশ্বরিয়া ও অভিষেক ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক কন্যাসন্তান রয়েছে— আরাধ্যা বচ্চন।

সম্প্রতি ঐশ্বরিয়ার জন্মদিন উপলক্ষে বচ্চন পরিবারের নীরবতা আবারও বলিউডে নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার