‘মেয়েরা আজকাল কলেজে প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলায়’

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:১৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একসময়ের বলিউডের জনপ্রিয় তারকা জুটি ছিলেন ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। ‘মোহরা’ সিনেমার শুটিং চলাকালীন সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে, যা সে সময় বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পারিবারিকভাবে তাদের বাগদান পর্যন্ত গড়ায়। তবে কয়েক বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে যায় এবং দু’জনই আলাদা পথে এগিয়ে যান।

বর্তমানে রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাদের বৈবাহিক জীবনের বয়স এখন ২১ বছর। দম্পতির মেয়ে রাশা থাডানি চলতি বছরেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন। অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করে সংসার করছেন।

আরও পড়ুন: ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর দেশ ছাড়লেন টিকটকার সামিয়া হিজাব

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাভিনা ট্যান্ডন আবারও পুরোনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন। সাংবাদিক যখন প্রশ্ন করেন— কেন মানুষ এখনও অক্ষয়ের সঙ্গে তার পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনা করে? উত্তরে রাভিনা বলেন, আমি তো সেসব ভুলেই গেছি। কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনো কোথাও দেখা হলে খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনো লোকের মাথায় ঘুরছে। কেন জানি না! সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?

অভিনয় জীবনে দীর্ঘ বিরতির পর রাভিনা ও অক্ষয় আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। শোনা যাচ্ছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামের নতুন সিনেমায় তাদের জুটিকে আবারও দেখা যাবে। ফলে পুরোনো হিট জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় ভক্তরা।

আরও পড়ুন: ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!