সিংড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

ছবিঃ সংগৃহীত
নাটোরের সিংড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পুঠিমারী বাজারে জাঁকজমকপূর্ণ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) মহানবী হযরত মুহাম্মদ (সা:) স্মরণে উপজেলার পুঠিমারী বাজারের ওয়ারেছীয়া খানকা শরীফ থেকে এই জুলুসটি বের করা হয়।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নেতৃত্ব দেন হযরাতুল আল্লামা পীরে তরিকত, ফোকারায়ে ওয়ারেছ ও আওলাদে রাসুল (সঃ)- ইমাম সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী (তারেক) মাদ্দা-জিল্লুহুল-আলী পীর কেবলা।
জুলুসটি ওয়ারেছীয়া খানকা শরীফ থেকে শুরু হয়ে পুঠিমারী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা নানা রঙে সজ্জিত পতাকা, ফেস্টুন এবং ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে যোগ দেন।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা