শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) হওয়া ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫:৪৭ মিনিটে ১০ কিলোমিটার (৬.১ মাইল) গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির গভীরতা প্রায় ১১.৯ কিলোমিটার। কম্পনের প্রভাব রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

আরও পড়ুন: তুরস্ক থেকে ফেরার পথে বিমান বিধ্বস্ত, লিবিয়ার সেনাপ্রধান নিহত

পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫:৪৭ মিনিটে (০৯:৪৭ ইউটিসি) তাইতুং শহরের কাছে প্রায় ৬.০ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়েছে।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত দ্বীপটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভারত যদি বাংলাদেশে নজর দেয়, আমাদের ক্ষেপণাস্ত্র জবাব দেবে