হাদির হত্যাকাণ্ডে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে স্বৈরাচারপন্থি গোষ্ঠী ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: মির্জা আব্বাসের সতর্কবার্তা: জনগণকে জিম্মি করার ষড়যন্ত্র চলছে

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হবে না। তিনি স্পষ্ট করে বলেন, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যে ঐতিহাসিক গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রমাণ করবে জনগণ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ। ওই সমাবেশ থেকেই দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: হাদির শুরু করা সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা আখতার হোসেনের

বিএনপির এই নেতা দাবি করেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।