শচীনের যে রেকর্ড ভাঙলেন কোহলি
দীর্ঘ বিরতির পর ঘরোয়া পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফিরেই নিজের ক্লাসের প্রমাণ দিলেন বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফিতে দেড় দশক পর প্রত্যাবর্তন ম্যাচেই ব্যাট হাতে উপহার দিলেন রাজকীয় এক শতক। প্রথম ম্যাচেই শচীন টেন্ডুলকারের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) দেড় দশক পর বিজয় হাজারে ট্রফিতে ফেরার ম্যাচ সেঞ্চুরিতে রাঙালেন বিরাট। দিল্লির হয়ে বেঙ্গালুরুতে অন্ধ্রের বিপক্ষে ৩৩০তম ইনিংসে খেলতে নামেন তিনি। নেমেই হাকিয়েছেন দূর্দান্ত এক শতক।
আরও পড়ুন: নারী ফুটবলের সাফল্য পুঁজি করে বাণিজ্যের অভিযোগ
দিল্লির হয়ে এদিন ১০১ বলে ১৩১ রান করেছেন এই ব্যাটার। এই শতকেই স্পর্শ করেছেন ১৬ হাজার রানের অনন্য এক মাইলফলক। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস।
লিস্ট এ'তে ৫৫১ ম্যাচে ৫৩৮ ইনিংস খেলে ২১ হাজার ৯৯৯ রান করে ক্যারিয়ারের ইতি টানেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন। যার মধ্যে ৪৫২ ওয়ানডেতে রান ১৮ হাজার ৪২৬। কোহলি ২৯৬ ওয়ানডে খেলে করেছেন ১৪ হাজার ৫৫৭ রান।





