বিআরটিএতে ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সরকারি দপ্তরে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে। সংস্থাটির সেবামূলক কার্যক্রমে অংশ নিতে আগ্রহীদের জন্য ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ কার্যক্রম চালু করা হয়েছে। নির্ধারিত সময় সফলভাবে শেষ করলে ইন্টার্নদের সনদ প্রদান করা হবে। এ ইন্টার্নশিপে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

বিষয়: বিআরটিএ–সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রম

আরও পড়ুন: প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

(অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়সংশ্লিষ্ট ডিগ্রিধারীদের জন্য প্রযোজ্য)

মেয়াদ: ৩ মাস

আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদসংখ্যা: ১টি

মাসিক ভাতা: ১০,০০০ টাকা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared) হতে হবে। Appeared প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সর্বোচ্চ ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।

বিআরটিএর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে অফিস সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি চেয়ারম্যান, বিআরটিএ, বনানী, ঢাকা বরাবর আবেদন জমা দিতে হবে।

একজন প্রার্থী একবারই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

আবেদনকারী অন্য কোনো চাকরিতে নিয়োজিত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ (NOC) দাখিল করতে হবে।

ইন্টার্নশিপ নীতিমালা–২০২৩ অনুযায়ী, ইন্টার্নশিপ শেষে কোনো সরকারি চাকরি পাওয়ার দাবি করা যাবে না।

আবেদনের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫।