ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক, সকাল থেকে সেবা চালু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আবারও স্বাভাবিক নিয়মে চালু হয়েছে।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং নিয়মিতভাবে আবেদন গ্রহণ ও অন্যান্য সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি

এর আগে, বুধবার ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুর ২টা থেকে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরদিন থেকেই ভিসা সেন্টারের সেবা পুনরায় চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: অনুমতি ছাড়া সৌদিতে নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক