ফেসবুকে পোস্ট দিয়ে ফের আলোচনায় জয়া আহসান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান মানেই দর্শকদের জন্য আলাদা এক আকর্ষণ। সিনেমার পর্দায় নিজের অভিনয় দক্ষতায় যেমন তিনি মুগ্ধ করেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতিও বরাবরই নজরকাড়া। সম্প্রতি হাতে আপেল ও নতুন আউটলুক নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী এবার নো-মেকআপ লুকে ধরা দিয়ে আবারও ভক্তদের দৃষ্টি কাড়লেন।

পোশাকের ডিজাইন নিয়ে সাম্প্রতিক কিছু সমালোচনার মধ্যেই হঠাৎই একেবারে ঘরোয়া, স্বাভাবিক লুকে নিজেকে উপস্থাপন করলেন জয়া। সাধারণত স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রী রূপ-সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত হলেও এবার কোনো কৃত্রিম সাজ ছাড়াই নিজের স্বাভাবিক সৌন্দর্য তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন: নতুন লুকে আপেল হাতে কীসের ইঙ্গিত দিলেন জয়া?

শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) জয়া আহসান নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে সংক্ষিপ্তভাবে লেখেন— ‘শীতদুপুর’। ছবিগুলোতে দেখা যায়, দিনের আলোয় রোদমাখা ত্বক, নো-মেকআপ লুক এবং একান্ত ঘরোয়া পরিবেশে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবির কয়েকটিতে সেলফি, আবার কিছু ছবিতে তার দৈনন্দিন জীবনযাপনের মুহূর্ত ফুটে উঠেছে। বোঝা যায়, এই সময়ে তিনি নিজ বাড়িতে ঘরোয়া জীবন উপভোগ করছেন—খাওয়া-দাওয়া, পারিবারিক সময় ও পোষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন: বাথটাবের ছবিতে আবারো ট্রোলের শিকার শ্রাবন্তী

জয়া আহসানের এই স্বাভাবিক ও অনাড়ম্বর লুক ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার এই রোদমাখা, স্বাভাবিক রূপের প্রশংসা করেছেন এবং অভিনেত্রীর এই সরল উপস্থিতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।