গাবতলীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০২ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া গাবতলী সদর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মান্নান

(৪২) এর বিরুদ্ধে একাধিক ভুক্তভোগীর নিকট থেকে বিভিন্ন ভাতার কার্ড করিয়ে দেয়ার নামে নগদ অর্থ উৎকোচ বাবদ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উক্ত গ্রাম পুলিশ মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে।

আরও পড়ুন: বর্ণিল আলোকসজ্জায় ঝলমল জাতীয় স্মৃতিসৌধ

অভিযোগ সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী গাবতলী সদর ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী শ্যামলী বেগম (৫৩) গাবতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বগুড়া বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও গত (১৫ই ডিসেম্বর) অফিসার ইনচার্জ (ওসি) গাবতলী মডেল থানা এবং চেয়ারম্যান গাবতলী সদর ইউনিয়ন পরিষদ এর নিকট অনুলিপি প্রদান করে। উক্ত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন গ্রাম পুলিশ আব্দুল মান্নান তার সহ একাধিক ভুক্তভোগীর নিকট থেকে বিভিন্ন ভাতার কার্ড করে দেয়ার নামে উৎকোচ বাবদ নগদ অর্থ হাতিয়ে নেয়। অদ্যবধি ভুক্তভোগীরা না পেয়েছে ভাতার কার্ড না পেয়েছে উৎকোসের অর্থ ফেরত। ভুক্তভোগীরা উক্ত টাকা ফেরতের তাগাদা দিলে আজ দিবো কাল দিবো বলে বিভিন্ন রকম তালবাহানা করতে থাকে। উক্ত গ্রাম পুলিশ গত ৭ই ডিসেম্বর ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়ার কথা বলে তার বাসায় ডেকে নেয়। ভুক্তভোগীরা সরল বিশ্বাসে তার বাড়িতে গেলে উক্ত গ্রাম পুলিশ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা রকম ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। এমনকি উক্ত গ্রাম পুলিশের সাথে ভুক্তভোগীদের পথে ঘাটে দেখা হলেও ভুক্তভোগীদের নানা রকম ভয়ভীতি এবং প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করতেছে বলে জানা যায়। 

এতে ভুক্তভোগী শ্যামলী বেগম জানায় যে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে যথাযথ শাস্তির জন্য আইনগত বিধি-ব্যবস্থা কামনা করছি। অপরদিকে গ্রাম পুলিশ আব্দুল মান্নান এর সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। 

আরও পড়ুন: রূপগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, উক্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত বিধি-ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।