২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৯৭, মৃত্যু নেই
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ জনে।
শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সন্ত্রাস দমনে 'অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' চালু
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, ঢাকা বিভাগে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৮ হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
আরও পড়ুন: রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু না হলেও চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার ৭০৫ জন, সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।





