ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫

 বাগেরহাটের চার সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার (১০ ডিসেম্বর) সর্বসম্মত সিদ্ধান্তে এ আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চান, বাগেরহাটের চারটি আসন কেন বহাল থাকবে না এবং তিনটিতে কমানোর গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল—বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি গত ৩০ জুলাই আসনসীমা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে। ভোটার ও জনসংখ্যার ভারসাম্য আনার লক্ষ্যে বাগেরহাটে চারটি থেকে একটি কমিয়ে তিনটি এবং গাজীপুরে পাঁচ থেকে বাড়িয়ে ছয়টি আসন নির্ধারণ করা হয়। দাবি-আপত্তি শুনানি শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়, যেখানে আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়। এছাড়া আরও ১৪ জেলায় ৪২টি আসনে পরিবর্তন আনা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দুপুরে, তফসিল ঘোষণা যেকোনো সময়