ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি ও নজরদারি বৃদ্ধি

Sadek Ali
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম, তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে। সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া নাশকতা কার্যকলাপে জড়িত কোন সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা অংশ হিসেবে এ সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোন অপরিচিত লোকসমাগম এবং যানবাহন সমূহ তল্লাশীর মাধ্যমে অপরধীদের সনাক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৬০ বিজিবি।

শনিবার (১৩ ডিসেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধকল্পে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। এ ব্যাপারে বিজিবি অভিযান অব্যাহত থাকবে।