ফ্যাসিস্টদের জায়গা জাতীয় স্মৃতিসৌধে হবে না: ডিআইজি রেজাউল করিম মল্লিক
মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতীক জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সদস্যদের প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি ।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত হলেও ফ্যাসিস্ট ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো সদস্যের এখানে কোনো জায়গা হবে না। বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ নজরদারি অব্যাহত রেখেছি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি ও নজরদারি বৃদ্ধি
তিনি আরও বলেন, বিজয় দিবসে সাধারণ দর্শনার্থীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের মোতায়েন শুরু হয়েছে।
ডিআইজি জানান, আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে, যাতে আগত মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রায় চার হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আশ্বস্ত করে বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। বিজয় দিবসে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।





