সিলেটে মহাসমাবেশে অসুস্থ হয়ে আইসিইউতে কুলাউড়া জামায়াত আমির
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় মহাসমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুন্তাজিম। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াত নেতা কাজী জসিম উদ্দিন।
তিনি বলেন, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সমাবেশ চলার সময় হঠাৎ ঢলে পড়লে তাকে দ্রুত সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে হার্টের জটিলতার কারণে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে
তিনি আরও বলেন, আব্দুল মুন্তাজিম বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে মুন্তাজিমের অসুস্থতার খবর পেয়ে রাতে তার খোঁজখবর নিতে হাসপাতালে যান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন।
আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত





