ট্রাইব্যুনালে জবানবন্দিতে নাহিদ ইসলাম

৪ আগস্ট নতুন সরকার গঠনের প্রস্তাব পেয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেন, যেখানে তিনি জানান, ২০২৪ সালের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তাকে নতুন সরকারপ্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর

দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানকালে নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল রাজনৈতিক বন্দির মুক্তি এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের গঠনের দাবি জানানো হয়েছিল। তিনি উল্লেখ করেন, কোনো ধরনের সেনাশাসন বা সেনা সমর্থিত শাসন নেয়া হবে না।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আজ

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলন চলাকালীন পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং নির্যাতন করেছে। নাহিদ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের হত্যাযজ্ঞের জন্য দায়ী করেন।

নাহিদ জানান, শাহবাগে অবস্থান ও বিক্ষোভের পর ৬ আগস্ট “মার্চ টু ঢাকা” কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকার কারফিউ জারি করে দেশব্যাপী হত্যাযজ্ঞ চালায় এবং মোবাইল-ইন্টারনেট বন্ধ রাখার মাধ্যমে এই কর্মসূচি ব্যর্থ করার চেষ্টা করে। এজন্য ৫ আগস্ট কর্মসূচি এগিয়ে নেওয়া হয়। তিনি বলেন, মাহফুজ আলমের নেতৃত্বে সমন্বয়করা অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়ন করেন।

শেষে নাহিদ ইসলামের প্রার্থনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন এই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করে।