রামগঞ্জের ১৭টি পূজা মণ্ডপে প্রস্তুতি শেষ, শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা

Sanchoy Biswas
মনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১১ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে লক্ষ্মীপুরের রামগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও শিল্পীদের ব্যস্ততা। এ বছর উপজেলায় মোট ১৭টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৫টি এবং বিভিন্ন ইউনিয়নে ১২টি মণ্ডপে পূজা হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উপজেলার প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন পরিষদ ও স্থানীয়রা মিলিতভাবে সাজসজ্জা, আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণের কাজ করছেন। পূজা মণ্ডপ ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সরেজমিন প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। অতি ভালোবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। কয়েকজন প্রতিমা তৈরির শিল্পী জানান, "প্রতিমা তৈরি করা অনেক কষ্টের। আর আগের মতো লাভ হয় না। তারপরও করতে হয়। প্রতিমা গড়া শেষ হলে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব। ফুটিয়ে তোলা হবে নাক-চোখ-মুখ।"

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

এরই মধ্যে রামগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী।

সভায় উপস্থিত ছিলেন— রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সাহা লিটন, রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, সাধারণ সম্পাদক অমৃত কর্মকার, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত বনিক, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব সাংবাদিক কনক মজুমদার, উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম সূর, পৌর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাসসহ ১৭টি দুর্গা পূজা মণ্ডপের প্রতিনিধিরা।

রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসনের সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গোৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে।