সিসিইউতে খালেদা জিয়া
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে খালেদা জিয়াকে। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
এর আগে, গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বুকে ইনফেকশন, হার্ট ও ফুসফুসের জটিলতা দেখা দেওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার চেস্ট ইনফেকশনসহ একাধিক স্বাস্থ্য জটিলতা দেখা দিয়েছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। জটিলতা দেখা দিলে তাকে নিয়মিত হাসপাতালে যেতে হয়।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
উল্লেখ্য, এবারকার অসুস্থতার আগে খালেদা জিয়া গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।





