ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন পেল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উপদেষ্টা পরিষদ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। এগুলোর উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খসড়াগুলো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি