ফুল বিক্রি করে ইডলি খেতেন ধানুশ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫১ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণী জনপ্রিয় অভিনেতা ধানুশ তার আসন্ন ছবির নামকরণ করেছেন ‘ইডলি কড়াই’। নামের পেছনে রয়েছে তার শৈশবের একটি আবেগঘন স্মৃতি। এক অনুষ্ঠানে ধানুশ জানান, ছোটবেলায় ইডলি খাওয়ার খুব ইচ্ছা থাকলেও পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তা সবসময় সম্ভব হতো না। ইডলি খাওয়ার টাকা জোগাড় করতে তিনি, তার বোন এবং আত্মীয়স্বজন ভোর ৪টায় ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করে বিক্রি করতেন। এতে দুই ঘণ্টা সময় লাগত, আর সেই টাকায় কিনতেন ইডলি।

ধানুশ বলেন, “পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থ দিয়ে ইডলি খাওয়ার যে তৃপ্তি পেয়েছি, আজ তা কোনো রেস্টুরেন্টে পাওয়া সম্ভব নয়।” শৈশবের এই অভিজ্ঞতার কারণেই তিনি তার নতুন ছবির নাম রেখেছেন ‘ইডলি কড়াই’ (অর্থাৎ ইডলির দোকান)।

আরও পড়ুন: ‘বৌদি’ শব্দটি এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়: স্বস্তিকা

তবে এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে অভিনেতার শৈশবের অভাব-অনটনের গল্প বিশ্বাস করতে পারছেন না। একজন মন্তব্য করেছেন, “ধানুশ পরিচালকের ছেলে, তার কাছে টাকা ছিল না—এটা মিথ্যা।” আরেকজন লিখেছেন, “যদি তিনি গরীব ছিলেন, তবে কেন তার পরিবারকে কখনও সাহায্য করেননি?”