ফুল বিক্রি করে ইডলি খেতেন ধানুশ

১:৫৯ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

দক্ষিণী জনপ্রিয় অভিনেতা ধানুশ তার আসন্ন ছবির নামকরণ করেছেন ‘ইডলি কড়াই’। নামের পেছনে রয়েছে তার শৈশবের একটি আবেগঘন স্মৃতি। এক অনুষ্ঠানে ধানুশ জানান, ছোটবেলায় ইডলি খাওয়ার খুব ইচ্ছা থাকলেও পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তা সবসময় সম্ভব হতো না। ইডলি...