এক ওভারে ৩২ রান দিয়েছে ছেলে, হার্ট অ্যাটাকে মারা গেলেন বাবা

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৪ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এক ওভারে ৩২ রান দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে, হার্ট অ্যাটাকে মারা গেলেন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোয় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যু হয় বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। পরে নিজের সোশ্যাল মাধ্যমে এক বার্তায় খবরটি নিশ্চিত করেছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।

আরও পড়ুন: তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার

দুবাইয়ে এশিয়া কাপে  আফগানদের হারিয়ে লঙ্কানরা সুপার ফোর নিশ্চিত করলেও বল হাতে বেশ খরুচে ছিলেন ভেল্লালাগে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ চলাকালীন টেলিভিশনে খেলা দেখছিলেন সুরাঙ্গা। সেই সময় দুনিথের করা শেষ ওভারে মোহাম্মদ নবী পরপর পাঁচটি ছক্কা মারেন। তবে ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা জয় পেয়েছে। ১৭০ রানের লক্ষ্য তারা ছয় উইকেট হাতে রেখে আর আট বল বাকি থাকতে পেরিয়ে যায়। কিন্তু এই জয়ও ম্লান হয়ে গেছে ভেল্লালাগে পরিবারের এই শোকে। 

ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মালিঙ্গা লিখেছেন, দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে। তার আত্মা যেন চিরশান্তি লাভ করে। 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুভসূচনা বাংলাদেশের