শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুভসূচনা বাংলাদেশের

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা।
শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১ রানের মাথায় শূন্য রানে আউট হন তানজিদ হাসান তামিম। তবে সাইফ হাসান ও লিটন দাস দলকে সামলে নেন। তাদের জুটিতে আসে ৫০ রান।
আরও পড়ুন: তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার
লিটন ব্যক্তিগত ২৩ রানে ফেরার পর সাইফ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন তিনি। অন্য প্রান্তে রান সংগ্রহ অব্যাহত রাখেন তাওহীদ হৃদয়। শেষ দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর এদিন খেলেন দায়িত্বশীল ইনিংস, করেন ৫৮ রান। তবে জয়ের জন্য ১০ রান বাকি থাকতে তাকেও হারায় বাংলাদেশ।
শেষদিকে শামীম পাটোয়ারীর (১২ বলে অপরাজিত ১৪) ব্যাটে জয় নিশ্চিত হয় টাইগারদের। ইনিংসের শেষ ওভারে দুই উইকেট হারালেও ১ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা নেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। চারিথ আসালঙ্কা খেলেন ঝড়ো ২১ রানের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল—৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। শেখ মেহেদি ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট নেন।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ। সুপার ফোরে পরবর্তী ম্যাচে টাইগারদের লক্ষ্য থাকবে এই ধারাবাহিকতা ধরে রাখা।
--