এশিয়া কাপ: পাওয়ার প্লেতে আফগানিস্তান হারালো ৩ উইকেট

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা পেতে এখন নজর রাখা হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুটা ভালোই করেছে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সাদিকুল্লাহ অটল। বিশেষ করে গুরবাজ ছিলেন আক্রমণাত্মক। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। তৃতীয় ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন গুরবাজ। তার আগে ৮ বলে করেছেন ১৪ রান।
আরও পড়ুন: তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার
তৃতীয় ব্যাটার হিসেবে নামা করিম জানাতও সুবিধা করতে পারেননি। ৩ বলে মাত্র ১ রান করে তাকে বোল্ড করেছেন থুসারা।
৩২ রানে দ্বিতীয় উইকেট হারানো আফগানিস্তান তখন অটলের দিকে তাকিয়ে ছিল। তবে তরুণ ওপেনারও হতাশ করেছেন। থুসারার একটি বলে তিনি বোল্ড হয়ে যান। ফলে পাওয়ার প্লেতে আফগানিস্তান ৩ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে।