শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৬ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে যাত্রা শুরু করল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে) শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছে লিটন দাসের দল।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন—নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন: তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার

গ্রুপ পর্বে দুই জয় ও এক হারের পরও শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হারায় ভাগ্যের জোরে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে এবারে সেই সুযোগকে কাজে লাগিয়ে জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে মরিয়া টাইগাররা।

এর আগে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে হেরে বসেছিল লিটন দাসের দল। তাই আজকের ম্যাচে শোধ তোলার মিশন নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুভসূচনা বাংলাদেশের

শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে টানা খেলার চাপে ভুগলেও বাংলাদেশ পেয়েছে চারদিনের বিশ্রাম। তীব্র গরমে ব্যাক-টু-ব্যাক ম্যাচ খেলতে হয়েছে লঙ্কানদের, অন্যদিকে টাইগাররা অপেক্ষাকৃত সতেজ অবস্থাতেই মাঠে নামছে।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।